অফিস সম্পর্কিত: ঝিনাইদহ জেলা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত। ঝিনাইদহ সদর, কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর, হরিনাকুন্ডু ও শৈলকূপা এই ছয়টি উপজেলা নিয়ে এই জেলা গঠিত। এই জেলার উত্তরে কুষ্টিয়া,পূবে মাগুরা ,দক্ষিণে যশোর এবং পশ্চিমে চুয়াডাংগা জেলা অবস্থিত। ঝিনাইদহ জেলার মোট আয়তন ১৯৪৭.২৮ বগ কিলোমিটার এবং লোক সংখ্যা ১৭,৭১,৩০৪ জন। জেলায় মোট ৬৭টি ইউনিয়ন,৬টি পৌরসভা এবং ১১৪৪ টি গ্রাম আছে। জেলার মোট জলায়তন ১৬০৯৩.৬০ হেক্টর। উক্ত জলাশয়ে মাছ চাষের মাধ্যমে জেলায় মাছের চাহিদা পূরণের চেষ্টা চলছে। এখানকার পানির পি এইচ ৭.০ থেকে ৮.৫ এর মধ্যে থাকায় জলাশয় গুলি মাছ চাষের জন্য বেশ উপযোগী। সরকারী মৎস্য বীজ উৎপাদন খামারটি ঝিনাইদহ সদর উপজেলায় অবস্থিত। খামারটির অবস্থান ঝিনাইদহ শহর হতে ২ কিঃ মিঃ পশ্চিমে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের দক্ষিণ পাশ্বে। ঝিনাইদহ জেলায় ব্যাপক মৎস্য চাষের পিছনে মৎস্য বীজ উৎপাদন খামার, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ এর গুরুত্বপূণ ভূমিকা রয়েছে। ইহার মোট আয়তন ৩.৩৩ হেক্টর। পুকুরের সংখ্যা ৯টি যার মোট আয়তন ১.৩৩৬ হেক্টর। খামারের পুকুরগুলো সংস্কার/পুনঃখনন করার পরেও পানি ধারণ ক্ষমতা খুবই কম। ফলে খামারের মাছের স্বাবাবিক উৎপাদন কাযক্রম ব্যহত হচ্ছে ।